Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে স্ত্রীকে হারিয়ে চলে গেলেন স্কুল শিক্ষক!

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৩ পিএম

বরগুনার ফুলঝুড়ি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের গনিতের শিক্ষক বাবু বঙ্কিম চন্দ্র মজুমদার আজ (বৃহস্পতিবার) দুপুর ০২ ঘটিকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ওই স্কুলের শিক্ষক আব্দুল সালেক বিএসসি। তিনি জানান শিক্ষক দম্পতি অগ্নদগ্ধ হবার একমাস পরে তার স্ত্রী মারা যান। তিনি ডায়বেটিসসহ কিডনি রোগ ভুগছিলেন। স্ত্রীকে হারিয়ে তিনি প্রচন্ড মানসিক চাপে ছিলেন।

গনিতের জাহাজ হিসেবে পরিচিত মৃত শিক্ষকের স্ত্রী মনিকা রানীও বরগুনা গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ‍্যালয়ের শিক্ষিকা ছিলেন। তারা দুজনেই লঞ্চের অগ্নিকাণ্ডের সময় দগ্ধ হন।

স্ত্রী মনিকা রানী শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সেখানে তার মৃত্যু হয়।

মনিকা রানি হালদার বরগুনা পৌর শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী বরগুনা সদরের ফুলঝুরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু বঙ্কিম চন্দ্র মজুমদার। তিনিও একই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন ।

আগামীকাল মৃত শিক্ষকের মরদেহ বরগুনা পৌঁছনোর কথা রয়েছে। স্কুল প্রাঙ্গণে শিক্ষককে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ