Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে গাউছ দাঁড়িয়া হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪৫ পিএম

গোপালগঞ্জে গাউছ দাঁড়িয়া হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাঠি ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের কাঠি বাজারে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে কাঠি ও খানারপাড়সহ বিভিন্ন গ্রামের ৫ শতাধিক গ্রামবাসী অংশ নেন। মানববন্ধন চলাকালে নিহত গাউছ দাঁড়িয়ার মা আতেফা বেগম, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন দাঁড়িয়া, শফিকুল আলম মোল্যা, রাজু আহম্মেদ, মামুনুর রশীদসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তরা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নেওয়ার দাবী জানান, মামলার বাকী পলাতক খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।

প্রসঙ্গত, গত ৩ফেব্রুয়ারী পুলিশ গোপালগঞ্জ সদও উপজেলার খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে গাউছ দাঁড়িয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা আজিম দাঁড়িয়া বাদী হয়ে ৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী আসামীরা পলাতক রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ