Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতকানিয়ার খাগরিয়ার এক অস্ত্রবাজ গ্রেফতার: অস্ত্র ও গুলি উদ্ধার

সাতকানিয়া (উপজেলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫৭ পিএম

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় গত সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে খাগরিয়া ইউনিয়নের গনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলে নিতে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়া বেশ কয়েকজন যুবকের মধ্যে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম জামাল উদ্দিন (৪৮)। সে খাগরিয়া ইউনিয়নের মোহাম্মদ খালি এলাকার মৃত সোনা মিয়ার পুত্র। গ্রেপ্তারের পর তার দেখানো মতে তার বাড়ি থেকে দুটি ওয়ান সুটারগান, ৩ রাউন্ড গুলি ও ২০ রাউন্ড গুলির খালী খোসা উদ্ধার করা হয়। একই সাথে তাক সহযোগিতা করার অপরাধে একই এলাকার মোঃ ইসমাইল এর স্ত্রী ইয়াসমিন আক্তার (৪০) ও মৃত সরো মিয়ার পুত্র মো লোকমান (৩২) কেউ গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রমের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ