Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪৬ পিএম

ময়মনসিংহের ফুলপুরে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ সহ ৮ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ফুলপুর উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর উপজেলার ৫৪টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্তি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৮ দফা দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হুসাইন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক মিয়া,বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা ইসমাইল হোসেন উবায়দুল্লা, আঃ মোতালিব, মোঃ শাহাজাহান, মোঃ জিয়াউল হক, মোঃ ইকরামুল, মোঃ উসমান গনি,মোঃ এরশাদ, মোঃ আব্দুল ছাত্তার, মোঃ মাহবুব আলম,মোঃ সাইফুল ইসলাম রিপন, মোঃ আবদুর রাজ্জক, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোফাজ্জল, মোঃ আওলাদ হোসেন, রবিউল হক সরকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ