Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে শপথ নিলেন ডিমলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১০ পিএম

নীলফামারীর ডিমলায় ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নবনির্বাচিত সাতটি ইউনিয়নের সাতজন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রæয়ারী)সকালে নীলফামারী জেলা প্রশাসন সম্মলন কক্ষে শপথবাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। মান-অভিমান ভ‚লে ইউনিয়নের সকল জনগনকে আপন করে নেবেন। আপনাদের কর্মকান্ডের মাধ্যমে পরিচালিত হবে ইউনিয়ন পরিষদের উন্নয়ন । এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সহ নবনির্বাচিত চেয়ারম্যান ডিমলা ইউনিয়নের মোঃ আবুল কাসেম সরকার, বালাপাড়া ইউনিয়নের মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী, পূর্বছাতনাই ইউনিয়নের মোঃ আব্দুল লতিফ খান, পশ্চিম ছাতনাই ইউনিয়নের মোঃ আনোয়ারুল হক সরকার, নাউতারা ইউনিয়নের মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, খালিশা চাপানী ইউনিয়নে মোঃ সহিদুজ্জামান সরকার কেঞ্জুল, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে মোঃ একরামুল হক চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ