Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীর দূর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩২ পিএম

রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে কিসমত গণকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামে সিনহা আক্তার জান্নাতুন নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটনা ঘটে। ওই ঘটনায় দুর্গাপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জান্নাতুনের চাচা প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আফসার আলী মোল্লা জানান, তাঁর ভাতিজা সিনহা আক্তার জান্নাতুনের বয়স তিন বছর। গতকাল বুধবার দুপুরে সে বাড়ির বারান্দায় খেলা করছিল। কোন এক সময়ে সবার অজান্তে শিশু জান্নাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যান। কিছুক্ষণ পর প্রতিবেশী লোকজন পুকুরের পানিতে জান্নাতুনের লাশ ভেসে উঠতে দেখে। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিলে। কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ