বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুরে বাইপাস মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যাটারীচালিত রিক্সাভ্যানের যাত্রী নিহত হয়েছে। আজ (৯ ফেব্র“য়ারি) বুধবার বিকাল ৩টায় বাইপাসের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের মৃত তছিম উদ্দিনের পুত্র। এ দূর্ঘটনায় ভ্যান চালক রফিকুল ইসলাম (৩৬) ও নিহত ব্যক্তির পুত্র ওই ভ্যানের যাত্রী আবু কালাম (২৬) আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর বাইপাস মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে দিনাজপুরগামী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ন-১৩-৭৯৫৪) সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচালিত রিক্সাভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালকসহ অপর দুই যাত্রী পিতা-পুত্র গুরুতর আহত হয়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আবুল কাশেম মারা যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সড়ক দূর্ঘটনায় একজন নিহতের বিষয় নিশ্চিত করে জানান, কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।