Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে মেঘনার ভাঙন রোধে ৫২২ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক কাজের উদ্বোধন।

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৪ পিএম

ভোলার দৌলতখান উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করতে ৫২২ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে ভবানীপুর লঞ্চঘাটে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ অালী আজম মুকুল এমপি।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মুকুল বলেন, 'দৌলতখানবাসীর প্রধান সমস্যা নদী ভাঙন। তাদের দীর্ঘদিনের এ সমস্যা সমাধান করবো বলে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে দৌলতখান ও বোরহানউদ্দিনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। '
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ