বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রান্সফর্মার লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ফুলদহের পাড়া এলাকার আফজাল হোসেন (৫০) বুধবার সকাল ১০টার দিকে তার সেচযন্ত্রের একটি ট্রান্সফর্মার লাগানোর প্রস্তুতি নেন। পরে তিনি পল্লী বিদ্যুতের টেকনিশিয়ানদের নিয়ে প্রতিবেশী ধুইল্লার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে সেচযন্ত্রের ট্রান্সফর্মার লাগানোর কাজ শুরু করেন। খবর পেয়ে প্রতিবেশী ধুইল্লা মিয়া ও তার ছেলে আল আমিন, আলতাফ হোসেন, নাজিম উদ্দিনসহ ১৫-২০ জন লোক ট্রান্সফর্মার লাগাতে বাধা দেন। ধুইল্লা মিয়ার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফর্মার লাগালে এটা তাদের জন্য ঝুঁকিপূর্ন হবে বলে দাবি করেন তারা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আফজাল হোসেন (৫০), তার ছেলে ইউসুফ আলী (২২), ইব্রাহীম হোসেন (২৫), স্ত্রী হাফিজা বেগম (৪৪) ও ছেলের বউ মেঘলা আক্তার (২০), ইকবাল হোসেন (৩০) ও মা ছমিরন বেওয়া (৬৫) আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত আফজাল হোসেন, ইউসুফ আলী, হাফিজা বেগম, ইব্রাহীম হোসেন ও মেঘলা আক্তারকে বুধবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খন্দকার আফজাল হোসেন ও ইউসুফ আলী বলেন, ট্রান্সফর্মার লাগানোর প্রস্তুতি দেখেই ধুইল্লা মিয়া ও তার লোকজন বাধা দেয়। তাদের জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফর্মার লাগালে এটা বিপদজনক হবে বলে তারা দাবি করে। তাদের দাবি না মানলে তারা লাঠিসোটা নিয়ে মারধর শুরু করে। বিষয়টি তারা কান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফিউল আলম সোহাগ বলেন, তিনি বিষয়টি জেনেছেন। ঘটনা তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।