Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিপের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে জিপ গাড়ির ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তার ধাওয়া খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রীর মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনগণ ট্রাফিক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

ফটিকছড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান বলেন, 'ফেলাগাজী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ