Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে স্বাস্থ্য সেবার মান বাড়াতে চায় এভারকেয়ার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৯ পিএম

মীরসরাইয়ে স্বাস্থ্য সেবার মান বাড়াতে চায় এভারকেয়ার হাসপাতাল। উপজেলার রোগীদের সেবা দিতে কার্ডিওলজি ও গাইনী বিভাগের দুইজন কনসালটেন্ট মিঠাছড়া জেনারেল হাসপাতালে মাসে দুইদিন রোগী দেখছেন। এভারকেয়ার হাসপাতালের সেবা রোগীদের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে মিঠাছড়া জেলারেল হাসপাতাল পার্টারশীপ হিসেবে কাজ করছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) মিঠাছড়া জেনালের হাসপাতালে সাংবাদিকদের সাথে এক মতবিনিয়ম সভায় এসব কথা বলেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সিএমও (মার্কেটিং) বিনয় কর।

চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের ডিজিএম (মার্কেটিং) বিনধ সিং জানান, এভারকেয়ার হাসপাতালের প্রাথমিক সব সুবিধা মিঠাছড়া জেনারেল হাসপাতালের মাধ্যমে মীরসরাই উপজেলার রোগীদের দিতে চান। তারা সেভাবে কাজ করছেন। রোগীদের জন্য পরিবহন ব্যবস্থাসহ কিছু সুযোগ সুবিধার বিষয় প্রক্রিয়াধীন আছে।

মতবিনিময় সভায় এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট তারিক বিন আব্দুর রশিদ, বারয়ারহাট জেনারেল হাসপাতারে পরিচালক কামাল উদ্দিন ও মিঠাছড়া জেনারেল হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 


মীরসরাইয়ে স্বাস্থ্য সেবার মান বাড়াতে চায় এভারকেয়ারমীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: মীরসরাইয়ে স্বাস্থ্য সেবার মান বাড়াতে চায় এভারকেয়ার হাসপাতাল। উপজেলার রোগীদের সেবা দিতে কার্ডিওলজি ও গাইনী বিভাগের দুইজন কনসালটেন্ট মিঠাছড়া জেনারেল হাসপাতালে মাসে দুইদিন রোগী দেখছেন। এভারকেয়ার হাসপাতালের সেবা রোগীদের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে মিঠাছড়া জেলারেল হাসপাতাল পার্টারশীপ হিসেবে কাজ করছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) মিঠাছড়া জেনালের হাসপাতালে সাংবাদিকদের সাথে এক মতবিনিয়ম সভায় এসব কথা বলেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সিএমও (মার্কেটিং) বিনয় কর।চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের ডিজিএম (মার্কেটিং) বিনধ সিং জানান, এভারকেয়ার হাসপাতালের প্রাথমিক সব সুবিধা মিঠাছড়া জেনারেল হাসপাতালের মাধ্যমে মীরসরাই উপজেলার রোগীদের দিতে চান। তারা সেভাবে কাজ করছেন। রোগীদের জন্য পরিবহন ব্যবস্থাসহ কিছু সুযোগ সুবিধার বিষয় প্রক্রিয়াধীন আছে।মতবিনিময় সভায় এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট তারিক বিন আব্দুর রশিদ, বারয়ারহাট জেনারেল হাসপাতারে পরিচালক কামাল উদ্দিন ও মিঠাছড়া জেনারেল হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ