Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে পুড়ে অঙ্গার ভাইবোন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঘরে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়েছে ঘুমন্ত দুই ভাইবোন। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। গত সোমবার রাতে উপজেলার সরল ইউনিয়নের চাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। নিহত মো. মিনহাজ (১২) ও রুহী (৬) ওই এলাকার মো. ইদ্রিসের সন্তান। ইদ্রিস বিদেশে থাকেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে ওই ঘর থেকে ভাইবোনের পোড়া লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ঘরে যখন আগুন লাগে তখন দুই ভাইবোন ঘুমিয়েছিল। আগুন লাগার সাথে সাথে বড়রা বের হয়ে গেলেও বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা বের হতে পারেনি। পোড়া লাশ দুটো বন্ধ দরজার কাছে পড়েছিল।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাকিম বলেন, সন্তানরা ঘুমিয়ে পড়ায় তাদের মা বাইরে থেকে দরজা আটকে পাশের ঘরে গিয়েছিলেন ভাত খেতে। এ সময় আগুন লাগায় তারা আর বের হতে পারেনি। ফায়ার লিডার বাশার জানান, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে আরও কয়েকটি ঘর আছে। তবে সেগুলো পাকা ঘর হওয়ায় তেমন ক্ষতি হয়নি। যে ঘরটি পুড়ে গেছে সেটি ছিল টিনের। অগ্নিকাÐের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ