Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ফ্লাইটে বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ফ্লাইট ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’-এ স্থান পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘গন্ডি'। আগামী মার্চ থেকে বিশেষ এই বিমানে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি জানিয়েছেন, সিনেমাটির পরিচালক ফাখরুল আরেফীন খান। প্রথমবারের মতো কোনো বাংলাদেশী সিনেমা স্থান পেলো বিশেষ এই বিমানে। রোমান্টিক-ড্রামা ঘরানার চলচ্চিত্রটির কাহিনী ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, তাই উঠে এসেছে চলচ্চিত্রটিতে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ। সিনেমাটি ২০২০ সালের ৭ ফেব্রæয়ারি বাংলাদেশে মুক্তি পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ