Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতিতে আসছেন মাহি গিল?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

চন্ডীগড় মিউনিপাল কর্পোরেশনের নির্বাচনে বলিউড অভিনেত্রী মাহি গিল কংগ্রেস প্রার্থী এইচএস লাকির হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন গত বছর। এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে অভিনেত্রী নিজেই সরাসরি রাজনীতিতে অংশ নেবার প্রস্তুতি নিচ্ছেন। তিনি পাঞ্জাবের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদ্বতা করবেন বলে একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানান হয়েছে। পাঞ্জাব বিধানসভার নির্বাচনের প্রক্রিয়া এমাসেই শুরু হবে তখনই জানা যাবে তার পদক্ষেপ কোন দিকে যায়। ‘সাহেব বিবি অওর গ্যাংস্টার’-এর অভিনেত্রী চন্ডীগড়ে জন্মগ্রহণ করেছেন। গত বছর তাকে জিজ্ঞাসা করা হয় তিনি রাজনীতিতে আসবেন কীনা, তিনি বলেন, “এই মুহূর্তে আমার তেমন কোনও ইচ্ছা নেই। তবে, ভবিষ্যতে আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিতেও পারি। কে জানি ভবিষ্যৎ কী লিখে রেখেছে।” ২০০৩ সালের ‘হাওয়ায়েঁ’ দিয়ে মাহির বলিউডে অভিষেক হয়েছিল। এর পর ২০০৯ সালে তাকে অনুরাগ কাশ্যপের আধুনিক ‘দেবদাস’ সংস্করণ ‘দেব ডি’তে পারোর ভূমিকায় দেখা যায়। এরপর তাকে দেখা যায় ‘দাবাং ২’, ‘সাহেব বিবি অওর গ্যাংস্টার ৩’ এবং ‘দুর্গামতি’র মত ফিল্মগুলোতে। ওটিটি স্পেসে তাকে এমএক্স প্লেয়ারের ‘রক্তাঞ্চল ২’ এবং ‘ইওর অনার’ সিরিজ দুটিতে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ