Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

শ্রেষ্ঠ কর্মী সম্মাননা
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার তিতাসে ১১ জুলাই ২০২১ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দন রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান। উপজেলা সকল ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠকর্মী নির্বাচিত হয়েছেন উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের এফপিআই পারভীন সিকদার, এফডব্লিউভি নাছরিন সুলতানা, এফডব্লিউ এ হোসনেরা আক্তার ও ৯টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছেন বলরামপুর ইউনিয়ন। তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।


প্রতারণায় আটক
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
মির্জাপুরে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। গত সোমবার দুপুরে উপজেলা সদরের বংশাই রোডে ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা নেয়ার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন তাকে হাতেনাতে ধরে পুলিশে সপোর্দ করেন। প্রতারক পুলিশের কাছে তার নাম অসীম সরকার পিতা মৃত অমল সরকার গ্রাম হরিশপুর জেলা নাটোর বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে মির্জাপুর থানার এসআই মফিজুর রহমান জানান, আটক প্রতারকের নামে মামলা প্রক্রিয়া চলছে।


মাদক কারবারি আটক
টাঙ্গাইল জেলা সংবাদদাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার মাদারকোল পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার মাদারকোল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রনি মিয়া (২৫)। এ সময় ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল, ২টি সিম কার্ডসহ তাকে হাতেনাতে আটক করা হয়। টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।


যুবক আটক
হিলি সংবাদদাতা
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত প্রবেশের চেষ্টাকালে শুভ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছেন জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে হিলি সীমান্ত পিলার নম্বর ২৮৫/৫০ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেলস্টেশন শূন্য রেখা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত সুমন ইসলামের ছেলে।
বিজিবি জানায়, সকালে ওই যুবক অবৈধপথে ভারত প্রবেশের চেষ্টা করছে। পরে রেলস্টেশনের শূন্য রেখা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম ওই যুবকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ