Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুটি দিতে বিলম্ব হওয়ায় হোটেলে হামলা ভাংচুর আহত ৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রুটি দিতে বিলম্ব হওয়ায় সিদ্দিকের খাবার হোটেলে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। ওই সময় হোটেল মালিকসহ অন্তত ৫জন আহত হয়। মঙ্গলবার সন্ধ্যার পর ওই হামলার ঘটনাটি ঘটে।

জানাযায়, ঈশ্বরগঞ্জ পৌর সদরের মধ্যবাজারে সিদ্দিকের খাবার হোটেলে সোমবার সন্ধ্যায় কয়েকজন যুবক খাবার খেতে এসে রুটি অর্ডার করে। ওই সময় হোটেলে ভীড় থাকায় রুটি দিতে একটু বিলম্ব হলে যুবকরা উত্তেজিত হয়ে হোটেলের মালিক ও কর্মচারীদের মারধর করে চলে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবকরা সংগঠিত হয়ে হোটেলটিতে দ্বিতীয় দফা হামলা চালিয়ে ভাংচুর করে। ওই সময় হোটেলের মালিক ও কর্মচারীদের বেপক মারধর করলে ৫জন আহত হয়। মারাত্মক আহত হন। আহতরা হলেন হোটেল মালিক মো. সিদ্দিক (৬৫), তার ছেলে সাফায়েত (৩৫), বাবুর্চি জুয়েল (৪০), মেসিয়ার সোহাগ (৩৫), নূরুদ্দিন (৫০)। হামলায় হোটেলের চেয়ার, টেবিল, ক্যাশ কাউন্টার, থালাবাসনসহ যাবতীয় আসবাবপত্র ভেঙে দেয় নষ্ট করে ফেলে রান্না করা সমস্ত খাবার।

হোটেল মালিক সিদ্দিক বলেন, সোমবার সন্ধ্যায় দত্তপাড়া এলাকার বাবু নামের একটি ছেলের সঙ্গে কয়েকজন যুবক খেতে আসলে রুটি দিতে বিলম্ব হলে উত্তেজিত হয়ে মারধর করে চলে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই বাবুর নেতৃত্বে বেশকিছু যুবক সংগঠতি হয়ে ফের হামলা চালিয়ে ভাংচুর করে ও আমাকে সহ হোটেলের কর্মচারীদের ব্যাপক মারধর করে এতে আমরা ৫জন আহত হই। সারাদিনের বিক্রির টাকা ক্যাশ ভেঙে নিয়ে যায়। দোকানের সব আসবাবপত্র ভেঙে ফেলে। রান্না করা খাবারগুলো নষ্ট করেছে। আমাকে নিঃস্ব করে দিয়েছে।


ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ