বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষায় ৫৫৩ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৮৫ শতাংশ। এ সময় রাজশাহী জেলার দুইজন করোনায় মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. নাজমা আক্তার জানান, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৬৬৫ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ৫৫৩ জনের। এই এক দিনে রাজশাহী জেলায় ৫৩৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২৫ দশমিক ২৩ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪৮ শতাংশ। নাটোরে ৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৭৮ শতাংশ।
নওগাঁয় ১২২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১৯ শতাংশ। পাবনায় ৬০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২৬ দশমিক ৮৬ শতাংশ।
সিরাজগঞ্জে ২৬৯ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ০৮ শতাংশ। বগুড়ায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৮২ শতাংশ। এছাড়া জয়পুরহাটে ১১৯ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৯২ শতাংশ।
এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭২৩ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৭০ জন মারা গেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩৩২, নাটোরে ১৭৬, চাঁপাইনবাবগঞ্জে ১৬৩, নওগাঁয় ১৪৮, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৭ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।
এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ১ লাখ ২ হাজার ৬৩১ জন। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৬৬১ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ১২১ জন। গত এক দিনে হাসপাতালে এসেছেন ৪২ জন
বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৫ জন। গত এক দিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২০৩ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।