Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে ভর্তি জালিয়াতিতে আটক এক শিক্ষার্থী

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৬ পিএম

জালিয়াতির আশ্রয় নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত সেই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় সহকারী প্রক্টর আবু হেনা পহিল এ তথ্য নিশ্চিত করেন।

আবু হেনা পহিল বলেন, ভর্তি কমিটি তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমরা দেখবক কোনো আইনী ব্যবস্থা নেওয়া যাবে কি না।

জানা যায়, গুচ্ছ ভর্তিপরীক্ষার বি ইউনিটে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির ইউসুফ চৌধুরী ভবনের ২য় তলার ১ নম্বর রুমে নিজে পরীক্ষায় অংশ না নিয়ে অন্য একজনকে দিয়ে প্রক্সির আশ্রয় নিয়েছেন আটককৃত এ ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাঁর নাম ইকবাল হোসেন সাঈদ। ভর্তি পরীক্ষায় তার রোল নং ৩৫১৭৬৩। ইকবাল কক্সবাজার চকোরিয়ার সবুজবাগে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ