বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম রমিজ উদ্দিন(৫৩)। তার বাবার নাম হাকিম উদ্দিন।বাড়ি ঢাকা জেলার দোহার থানার নয়াডিঙ্গি গ্রামে। কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আশরাফুল জানান, মৃত রমিজ উদ্দিন কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ১৪৩০/এ । দোহার থানার একটি মামলায় তার পাঁচ বছরের সাজা হয়েছিল। তিনি আগে থেকেই শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টার পরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুর বিভাগে নিয়ে আসা হয়। এসময় তার স্বস্থ্য পরীক্ষা শেষে পরে চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর তার লাশটি ময়নাতদন্ত করা হবে। কয়েদির মৃত্যুর বিষয়টি কারা কতৃপক্ষকে জানানো হয়েছে।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।