Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা এম এ মান্নান (রহ.) স্মরণে ফরিদগঞ্জে দোয়ার মাহফিল

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ধর্ম এবং ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রী, মসজিদে গাউসুল আজম এবং দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা এম এ মান্নান (রহ.) এর ১৬তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বাদ আছর ফরিদগঞ্জের ইসলামপুর মসজিদ, চররম্বুলিয়া মসজিদ, ইসলামপুর ওয়াদাসড়ক মসজিদ, কেরওয়া মসজিদ, চান্দ্রাবাজার মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আলহাজ হযরত মাওলানা এম এ মান্নান (রহ.)’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার পাশাপাশি তার বর্নিল জীবনদর্শনের ওপর আলোকপাত করা করা হয়। এসময় তার বড় ছেলে দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও তার পরিবারবর্গের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ