Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বহুল প্রত্যাশিত চাউলধনী হাওরের সীমানা জরিপ প্রক্রিয়া শুরু

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

অবশেষে মহামান্য হাইকোটের নির্দেশে সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরের বহুল প্রত্যাশিত সীমানা নির্ধারণী কার্যক্রম জরিপ প্রক্রিয়া শুরু হয়েছে। গত রোববার দুপুরে প্রাথমিকভাবে চাউধনী হাওরের কান্দিবিলে উপজেলা ও ইউনিয়ন সার্ভেয়ার ও চাউলধনী হাওর রক্ষা ও কৃষক বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এসম তারা কিভাবে সীমানা নির্ধারণ করা যাবে এনিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। আলোচনা শেষে ভূমি প্রশাসন বেশ কয়েক জনের স্বাক্ষর গ্রহণ করে। গত ২০২১ সালের ১৩ জুন বিশ্বনাথ উপজেলা আ.লীগের সদস্য আবুল কালাম ও দৌলতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব বাদী হয়ে মহামান্য হাইকোর্টে সরকারি ভূমির সাথে কৃষকদের ভূমির সীমানা নির্ধারনের জন্য রিট করলে মহামান্য হাইকোটের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাাফিজুর রহমানের দ্বৈত্য বেঞ্চ সিলেটের জেলা প্রশাসককে সীমানা নির্ধারনের নিদের্শ দেন। এই নিদেশের প্রেক্ষিতে বিশ্বনাথ সহকারি কমিশনার (ভূমি) সীমানা নির্ধারন কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে। রিট পিটিশনকারী আবুল কালাম জানান, চাউলধনী হাওরের প্রায় ১০ হাজার একর জলাভুমি রয়েছে। এরমধ্যে ১৭৮.৯৮ একর ভূমি সরকারি খাস খতিয়ানভুক্ত। গত ১৮ বছর ধরে লন্ডনপ্রবাসী সাইফুল ও তার বাহিনী মৎস্যজীবীদের নিকট থেকে জোরপূর্বক সাবলীজ নিয়ে কৃষকের ইরি বোরো জমি, খাল-নালা-পুকুর, জোরপূর্বক দখল করে লাখ লাখ টাকার মাছ বিক্রি ও হাওর থেকে পানি শুন্য করে কৃষকের কোটি টাকার ধান উৎপাদনে বাধার সৃষ্টি করেছেন। ইতোমধ্যে সাইফুল বাহিনী চাউলধনী হাওরে দুটি হত্যা কান্ডও ঘটিয়েছে। এদিকে কৃষকরা জানিয়েছেন, দীর্ঘ কয়েক যুগ পর মহামান্য হাইকোর্ট যে নিদের্শনা দিয়েছেন, সেই নিদের্শনা বাস্তবায়নে সরকারি খাস ভূমির সাথে সকল ভূমির চর্তুরদিকে সীমানা নির্ধারণ করে কৃষকদের হয়রানী মুক্ত করতে হবে। বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বলেছেন, উপজেলা প্রশাসন হাওর সীমানা নির্ধারণ করার জন্য ইতোমধ্যে নোটিশ প্রদান করেছেন। আমরা যাবতীয় কাগজপত্র নিয়ে প্রস্তুত রয়েছি। কৃষকের স্বার্থে যত সময় ব্যয় হয় না কেন, আমরা প্রশাসনকে সময় দিতে প্রস্তুত রয়েছি। আজীবনের জন্য একটি বিরোধ নিষ্পত্তি হোক, এটা কৃষক সমাজ চায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ