Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

থামছে না বালু উত্তোলন
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে
মাগুরার মহম্মদপুরের পাল্লা নওপাড়া ঘাট এলাকায় কোনভাবেই থামছেনা অবৈধ বালু উত্তোলন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বালু উত্তোলনের উৎসব। প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই দেদারছে চলছে বালু উত্তোলন। কয়েক দফা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাঙচুর ও জরিমানা করলে ও কিভাবে আবারো অবৈধ বালু উত্তোলন অব্যাহত রেখেছে অবৈধ বালু ব্যাবসায়ীরা এটি নিয়ে হতাশ এলাকাবাসী। এ ধরনের বালু উত্তোলনের ফলে মধুমতি নদীর ভাঙন তীব্রতর হচ্ছে। মধুমতি নদীর ভাঙন রোধে সংশ্লিষ্ট কতৃপক্ষ যেখানে হীমসীম খাচ্ছে সেখানে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে সমস্যা আরো প্রকট হচ্ছে। এলাকাবাসী বালু উত্তোলন বন্ধ করার জন্য দাবি জানিয়েছে।


১২ জনকে জরিমানা
খুলনা ব্যুরো
করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পড়া, টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় খাবার গ্রহণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় মোট ১১টি মামলায় ১২ জনকে মোট ১১ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে খুলনা জেলা প্রশাসন।


লাশ নিয়ে বিপাকে পুলিশ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরায় অজ্ঞাত মহিলার লাশ নিয়ে বিপাকে রয়েছেন পুলিশ। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে থাকা লাশের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গতকাল সোমবার সকালে আশাশুনির কুল্ল্যার মোড়ে চাঁদপুর কলেজ সংলগ্ন মোটরসাইকেল দুর্ঘটনায় ওই মহিলা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সদর থানার এস আই আব্বাস বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পোস্টমর্টেম চলছে।


গৃহবধূর লাশ উদ্ধার
নাটোর জেলা সংবাদদাতা
নাটোরে গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ১ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে সদর উপজেলার ছাতনী মধ্যপাড়া এলাকায় নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গৃহবধূর নাম নাজমা বেগম (৩২)। তিনি ঐ এলাকার আলেক হোসেনের স্ত্রী ও ২ টি ছেলে সন্তানের জননী। জানা যায়, সকালে শোবার ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় নাজমার লাশ দেখতে পায় পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ