বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে বিরল প্রজাতির
পাখি ‘রাজহংসী’ উদ্ধার হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পাখিটি উদ্ধার করা হয়। পরে
পাখিটি সাতক্ষীরা ৩৩ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ
জানান, কয়েক দিন আগে সীমান্তে বিজিবির অভিযানে দুটি পাখি উদ্ধার করা হয়। এরমধ্যে ক্যাম্প থেকে একটি পাখি উড়ে চলে
যায়। পাখিটি উদ্ধারের বিষয়টি জানার পর সেভ ওয়াইল্ড লাইফ টিমের সঙ্গে
যোগাযোগ করে নিজেদের জিম্মায় নেয়া হয়েছে।
বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুলাহ আস সাদিক
সাংবাদিকদের জানান,স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাখিটি উদ্ধার করা হয়েছিলো। তিনি বলেন, চোরাচালানের সময় পাখিটি উদ্ধার করে বিজিবি। তাদের কাছ
থেকে পাখিটি উড়ে যায়। ‘পাখিটি বাংলাদেশে প্রথম পাওয়া গেলো।
এটির নাম রাজহংসী পাখি।’ পাখিটি সাইপ্রাস থেকে আসতে
পারে।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের প্রভাষক রাশেদ রেজা
তরুণ জানান, মোহনপুর গ্রামের নৌখালে পাখিটি উড়ে এসে পড়ে।
পরে গ্রামের জাহিদ হোসেন পাখিটি উদ্ধার করে। বিষয়টি বন্য প্রাণী
অপরাধ দমন ইউনিটকে জানানো হলে তারা এটি নিয়ে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।