Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গুগল কোডস ব্যবহার করে লোকেশন শেয়ার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫১ পিএম

গুগল তাদের ম্যাপিং সেবায় সম্প্রতি নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে। প্লাস কোডস নামের এই ফিচার নিয়মিত স্ট্রিট অ্যাড্রেসের মতেই কাজ করবে। তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অলফা নিউমেরিক কোডস। ফলে এখন আগের চেয়ে আরও ভালোভাবে নিজের লোকেশন শেয়ার করা যাবে। এমনকি ব্যবহারকারী যেখানেই থাকুন না কেন, নির্দিষ্ট করে সেটা শেয়ার করা যাবে।

প্লাস কোডস এতোটাই উন্নত যে, এটি ব্যবহার করে আপনি চাইলে একই বাড়ির দুইটি প্রবেশদ্বারের ঠিকানাও আলাদা ভাবে শেয়ার করতে পারবেন।

তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে গুগল ম্যাপস থেকে এই সেবাটি পাবেন-

-প্রথমেই গুগল ম্যাপ অ্যাপসটি চালু করেন।

- ম্যাপ থেকে নির্দিষ্ট লোকেশন খুঁজে বের করুন, যেটি আপনি প্লাস কোডে পাঠাতে চান।

- এরপর লোকেশন ট্যাপ করে পিন করুন।

- পরে ড্রোপড পিন ওপনে করুন।

- এরপর আপনি প্লাস কোডের উপরে একটি প্লাস কোড লোগো পাবেন।

যেভাবে এই লোকেশন শেয়ার করবেন

প্লাস কোডের ওপর ট্যাপ করলেই কপি করার অপশন আসবে। এরপর কপি করা লিংকটি আপনি সহজেই কারো মেসেজ বা ইমেইলে পাঠানোর মাধ্যমে শেয়ার করতে পারবেন।

গুগল ম্যাপসে যেভাবে প্লাস কোড খুঁজে পাবেন

এটি খুঁজে পাওয়া খুবই সহজ। প্রথমেই আপনাকে গুগল ম্যাপে গিয়ে সার্চ বক্সে প্লাস কোড লিখে খুঁজতে হবে। এরপর নির্ধারিত জায়গার নাম লিখে খুঁজতে হবে। আপনার কাঙ্ক্ষিত জায়গার নাম যদি গুগল কোডসে থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই আপনি প্লাস কোড পেয়ে যাবেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুগল কোডস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ