Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ কোটি টিকার মাইলফলকে দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

করোনাভাইরাস প্রতিরোধে গত শনিবার পর্যন্ত ৯ কোটি ৮৯ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া সম্ভব হয়েছে। গত জানুয়ারি মাসে প্রায় সাড়ে ৩ কোটি ডোজ টিকা প্রদান করেছে। জানুয়ারি মাসে দৈনিক গড়ে প্রায় ১১ লাখ ৩০,০০০ ডোজ টিকা দেয়া হয়েছে। এই ধারাবাহিকতায় গতকাল রোববার ১১ লাখ টিকা প্রদাণ করা হলেই ১০ কোটির মাইলফলকে পৌঁছাবে। অবশ্য গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারেই এই মাইলফলকে পৌঁছার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল এক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসে সংস্থাটির মুখপাত্র নাজমুল ইসলাম বলেছেন, মাইলফলকে পৌঁছানো এখন সময়ের ব্যাপার। অবশ্য মাইলফলকের এ তথ্য দিতে পেতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের এমআইএস’র ডিপিএম ও কন্ট্রোল রুমের ইনচার্জ ড. মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, দিনভর মাদরাসা শিক্ষার্থী ও রাতে ভাসমান মানুষদের টিকা কার্যক্রম চলায় রাত ৮টা পর্যন্ত এখনও তথ্য আসা শুরু করেনি। তাই টিকা প্রদাণের গতকালের সর্বশেষ তথ্য পেতে রাত ১১টা বা ১২ টা লাগতে পারে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেন, দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ৬ কোটি ৪৬ লাখের বেশি। আমরা আশাবাদী আজকেই (রোববার) প্রথম ডোজ টিকাদানের ১০ কোটির মাইলফলকে পৌঁছে যাব। এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে বলেও জানান তিনি। ২৬ লাখের বেশি শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ কোটি ৮১ লাখ ৮৪ হাজার টিকা দেয়া হয়েছে। এসব ক্লিনিকে ১ কোটি ৪ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে।

করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম প্রয়োগ হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। রুনু ভেরোনিকা কস্তাকে প্রয়োগের মাধ্যমে এই টিকা কার্যক্রম শুরু হলেও গণটিকা শুরু হয় ১০ দিন পর ৭ ফেব্রুয়ারি। টিকাদান কর্মসূচি নিয়ে শুরুতে মানুষের মধ্যে আগ্রহের ঘাটতি ছিল। পাশাপাশি চলছিল নানা অপপ্রচার। এই টিকা নিলে মানুষ মারা যাবে, নানা শারীরিক ক্ষতি হবে- এমন কথা ছড়িয়ে মানুষকে অনাগ্রহী করতে সংঘবদ্ধ প্রচারও চলছিল।

বাংলাদেশ টিকা কর্মসূচি শুরু করেছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভ্যাক্স প্রয়োগের মাধ্যমে। এই টিকা কিনতে চুক্তি হয়েছিল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে। সে সময় ৩ কোটি ৪০ লাখ টিকা কিনতে চুক্তি হলেও ভারত সরকারের নিষেধাজ্ঞায় মার্চের পর কয়েক মাস এই টিকা পাঠাতে পারেনি সেরাম।
পরে বাংলাদেশ টিকার জন্য চুক্তি করে চীনের সঙ্গে। পাশাপাশি বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে টিকা বিতরণে গড়ে তোলা আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে কোটি কোটি টিকা আসতে থাকে। এই অবস্থায় টিকার অনিশ্চয়তা দূর হওয়ার পর প্রয়োগের ব্যবস্থাপনার ওপর নির্ভর করে কত মানুষকে তা দেয়া হবে। এরই মধ্যে দেশে ২৪ কোটি টিকা এসে পৌঁছেছে। সরকারের হাতে এখনও ৮ কোটির বেশি টিকা মজুদ রয়েছে।

টিকার ব্যাপক মজুত থাকায় দেশে তৃতীয় টিকা বা বুস্টার ডোজের প্রয়োগও শুরু হয়েছে। আর ধারণা করা হচ্ছে, করোনার তৃতীয় ঢেউয়ে মৃত্যু আগের চেয়ে কম হওয়ার পেছনে টিকার ভূমিকা রয়েছে।

তবে এখনও অনেক মানুষ টিকার বাইরে রয়ে গেছে। মুখপাত্র নাজমুল ইসলাম বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকার নিবন্ধন ও টিকা নিতে সহযোগিতা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি বলেন, শনাক্তের সংখ্যার তুলনায় মৃত্যু এখনও অনেক বেশি। যে কারণে আমাদের স্বাস্থ্যবিধির ওপর জোর দিতে হবে। সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে হবে। করোনাভাইরাস সংক্রমণ বাড়লেও এখনও হাসপাতালে যে সেবা আছে তার ওপরে এখন চাপ পড়েনি। ঢাকায় সাড়ে চার হাজারের বেশি শয্যার মধ্যে এক হাজার শয্যায় রোগী ভর্তি রয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

করোনা প্রতিরোধে দেশে বিভিন্ন কোম্পানির অ্যান্টিভাইরাল ড্রাগ বিক্রি হচ্ছে। তবে এই ড্রাগ চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করার কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি।



 

Show all comments
  • মোঃ দেলোয়ার হোসেন ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৬ এএম says : 0
    পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে টিকা কর্মী দের মাঠ পর্যায়ে পাঠানো উচিৎ। আশা করি সেরকম প্রশিক্ষণ আছে সকলের। নাহলে টিকা দেয়ার হার বাড়াতে গিয়ে হিতে বিপরীত হতে পারে।
    Total Reply(0) Reply
  • Tutu Habib ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৭ এএম says : 0
    আমরা যারা ১ম ডোজ পেয়েছি কিন্তু ২য় ডোজ এখনো পাইনি, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত?
    Total Reply(0) Reply
  • Liaqat Ali ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৭ এএম says : 0
    রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যদি আন্তরিকভাবে কাজ করেন তাহলে অসম্ভব কিছু নয় এটা সম্ভব। টিকা প্রদানের উদ্যোগটি সরকারের প্রশংসনীয় উদ্যোগের অন্যতম একটি আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Shyamal Tanchangya ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৮ এএম says : 0
    মানুষ নিজেকে করোনা মুক্ত করতে আপনাদের দেয়া সকল দিক নির্দেশনা পালন করছে,,
    Total Reply(0) Reply
  • SK Joy ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৮ এএম says : 0
    ১ম ডোজ দেওয়া পর, ২ য় ডোজ দিতে হবে, সেই ভাবে বাজেট যেন থাকে!! এমন যেন না হয়, ১ম ডোজ নিয়েছে, অথচ ২য় ডোজের জন্য টিকাই নেই
    Total Reply(0) Reply
  • Shila Biswas ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৮ এএম says : 0
    ভালো উদ্যোগ, সবাই মিলে টিকা নিন পৃথিবী বাঁচান।পরস্পর সবাই মিলে উদ্যোগ নিয়ে টিকা নিন।
    Total Reply(0) Reply
  • Hazi Md. Monir Hossain ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৯ এএম says : 0
    দ্বিতীয় ডোজ মজুদ রেখে প্রথম ডোজ দিতে হবে।
    Total Reply(0) Reply
  • Md Anis Agrabadi ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০০ এএম says : 0
    দেখা জাবে কথা কাজে কতটুকু মিল, আবার নাকি, টিকা বিক্রি হয়ে যাবে?
    Total Reply(0) Reply
  • Farhana Ahmed ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০০ এএম says : 0
    আমিও যাচ্ছি ইনশাআল্লাহ স্যার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ