Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলছড়ি পেল নতুন ৭১ ইউপি সদস্য

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

গাইবান্ধার ফুলছড়িতে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৬টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যগণ শপথ গ্রহন করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভ নবনির্বাচিত ৫৩ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত আসনের নারী সদস্য মোট ৭১ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, এদিন এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য শাহজামাল মিয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলার ৬ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। নতুন চেয়ারম্যান হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান ও এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ