Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে ৫০ ফিট খাল অবমুক্ত রাখার সিদ্ধান্ত

সাগরে মাছ শিকারে বাধা দূর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে অবস্থিত সোনাইছড়িতে জিরি-সুবেদার স্টিল ৫০ ফিট খাল অবমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এবং সিকো শিপইয়ার্ড এর সীমানাকে কেন্দ্র করে খাল দখল সংক্রান্ত জেলেদের যে অভিযোগ ছিল তা গত শনিবার সমাধান করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এদিন এক জরুরি সভায় খালের মুখ প্রসস্তের জন্য জিরি-সুবেদার শিপ ইর্য়াডকে ৫০ ফুট জায়গা ছেড়ে দিতে বলা হয় ও সিকো শিপইয়ার্ডকে খালের মুখে দাঁড় করিয়ে রাখা পুরাতন জাহাজ দ্রুত কেটে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ইয়ার্ড মালিকদের সাথে আলোচনা করে ভুক্তভোগী মৎস্যজীবী প্রতিনিধিদের সামনে এ নির্দেশনা দেন। এদিকে জিরি-সুবেদারকে তাদের সীমানা প্রাচীরের নিকট পুঁতে রাখা সব লোহার পাত ও পাইপ তুলে নিতে এবং খালের মুখ থেকে তাদের বার্জ সরিয়ে খালের মুখ খোলা রাখতে বলা হয়েছে। এ সময় সিকোকেও খালের মুখের অংশ থেকে ১০ ফুট কেটে খালের মুখ বড় করার জন্য বলা হয়। এছাড়া ভবিষ্যতে খালের মুখে কেউ যদি শিপ বিচিং করে তাইলে ঐ ইয়ার্ডের নবায়ন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। আলোচনায় উপস্থিত সকলই সিদ্ধান্ত মেনে নিলে খাল দখল সংক্রান্ত বিষয়ে সুষ্ঠুভাবে এটি সমাধান হয়। এসময় সভায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার, স্থানীয় তহসিলদার, শিপ ব্রেকার্স এসোসিয়েশনের সভাপতি, জিরি-সুবেদার শিপইয়ার্ড, সিকো শিপইয়ার্ড এবং মৎস্যজীবীদের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। বর্তমানে জিরি-সুবেদারের লিজকৃত জায়গার মধ্যেই খালটি অবস্থিত হওয়ায় খালের জন্য জিরি-সুবেদার ৫০ ফুট জায়গা ছেড়ে দিতে বলা হয়। আর সিকো শিপইয়ার্ডও খালের মুখে রাখা পুরাতন জাহাজ দ্রুত কেটে তা সরিয়ে নিতে নির্দেশ দিলে তারা সম্মত প্রকাশ করেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। তিনি ইনকিলাবকে বলেন, ভবিষ্যতে আর কেউ প্রাকৃতিক খালের মুখ দখল অথবা খালের মুখে জাহাজ বিচিং করলে তাদের নবায়ন বাতিল করা হবে। প্রয়োজনে এ কাজে জেলেরা সহযোগিতা করবে। সবার সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ