রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে আহ্বায়ক, ৫ যুগ্ম-আহ্বায়কসহ ২৩ জন পদত্যাগ করেছেন। বিতর্কিত ব্যক্তিকে সদস্য সচিব করার অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন। গত শনিবার গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযেগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে এ তথ্য জানানো হয়।
ইউনিয়ন বিএনপির কমিটি থেকে পদত্যাগকারী ২৩ জন হলেন, আহ্বায়ক মো. শাহীন চৌধুরী পাশা, যুগ্ম-আহ্বায়ক মো. আবু জাফর আকন মাস্টার, মো. জাকির হোসেন মাস্টার, মো. খলিলুর রহমান মাস্টার, মো. হুমায়ন কবির হাওলাদার, মো. লুৎফর রহমান খান মামুন, সদস্য আব্দুর রহমান মৃধা, আবদুস সাত্তার হাওলাদার, আবুল কাশেম, আব্দুল খালেক সিকদার, জাফর জোমাদ্দার, সার্জেন্ট মুজিবুর রহমান, আব্দুল জলিল আকন, সোহেল তালুকদার, মুজিবুর রহমান, শাহ আলম মুন্সি, আব্দুল হালিম, গিয়াস মজুমদার, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল আজিজ মৃধা, আব্দুস সালাম শিকদার, শহীদ মুন্সী।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করা আহ্বায়ক, ৫ যুগ্ম-আহ্বায়কসহ সদস্যরা। এ বিষয় মো. শাহীন চৌধুরী পাশার সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেন নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুগ্ম-আহবায়ক বলেন, রাজনীতি থেকে বিচ্ছিন্ন পলাশ হাওলাদারকে সদস্য সচিব করা এবং ইউনিয়ন নেতাদের মতামত না নিয়ে উপজেলা বিএনপির অহবায়ক ঢাকা বসে বিতর্কিতদের কমিটি দিয়েছেন। তাই আমরা পদত্যাগ করছি। তিনি আরও বলেন, পদত্যাগপত্র ইতোমধ্যেই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির অহবায়ক আলহাজ আশ্রাফ আলী হাওলাদার ইনকিলাবকে বলেন, এটা একটু ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি । উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।