রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
১৬ দোকান পুড়ে ছাই
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার রামশীল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, দুপুরে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরলে একে একে ১৬টি দোকান পুড়ে যায়। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডিসির সাথে মতবিনিময়
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দে জেলার নবগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের সাথে উপজেলার কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষকবৃন্দ ও সুধীজনদের সাথে পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জনানোসহ পরিচিত ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী, গোয়ালন্দ মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. দেওয়ান তোফাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সাংবাদিক মো. রায়হান, দৌলতদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আ. রহমান মন্ডল প্রমুখ।
স’মিলের যন্ত্রাংশ জব্দ
ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা
শেরপরের ঝিনাইগাততে পাগলার মুখ অবৈধ ৪টি স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বন বিভাগ জানায়, স’মিল মালিক তোতা, তুহিন, চাঁন মিয়া ও মোজাফফর আলী দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন স’মিল স্থাপন করে বন বিভাগের মূল্যবান গজারীসহ বিভিন্ন গাছ চিড়াই করে আসছিল। বনে করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে স’মিল স্থাপন করায় বন ও করাতকল আইনে ওই স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
দুই আসামি গ্রেফতার
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও যৌতক আইনের ওয়ারেন্টভুক্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল উত্তর চাতরী এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ ছালেহ আহমদের পুত্র আব্দুল করিম প্রকাশ মো. হানিফ (২৮) ও একই ইউনিয়নের রুদ্ররা গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. ইসমাইল (২৯)। গত শনিবার ভোরে নিজবাড়ি থেকে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদের বিরুদ্ধে মাদক ও যৌতক আইনে একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।