Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে নবনির্বচিত দুই ইউপি সদস্যদের শপথ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে পরিচয় পর্ব শেষে ১২ নং কঞ্চিবাড়ী ও ১৩ নং শ্রীপুর ইউপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, ওসি তৌহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, মনোয়ার আলম সরকার, আজহারুল ইসলাম মুকুল ও বয়সে সর্বকনিষ্ঠ নবনির্বচিত ইউপি সদস্য মামুনুর রশিদ প্রমূখ। শেষে নবনির্বাচিত ইউপি সদস্যদেরা ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। উল্লেখ্য গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ ইউনিয়নের ভোট চলাকালিন কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই হওয়ায় ওই দুই ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়। পরে গত ৩০ ডিসেম্বর ওই দুই ভোট কেন্দ্রের পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কঞ্চিবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মনোয়ার আলম সরকার ও শ্রীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ্আজহারুল ইসলাম মুকুল চেয়ারম্যান নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপথ গ্রহণ

৮ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ