Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমি শিক্ষার্থী ও ভাসমানদের টিকাদান শুরু আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

দেশের ভাসমান মানুষ ও কওমি মাদরাসাগুলোর শিক্ষার্থীদের জন্য আজ রোববার থেকে শুরু হচ্ছে কভিড-১৯ প্রতিরোধী টিকাদান কর্মসূচি। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার বিকেলে বা সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচি শুরু হবে। একদিনে কত সংখ্যক মানুষকে টিকা দেয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে আমাদের প্রস্তুতি থাকবে অন্তত ১ হাজার মানুষকে টিকার আওতায় আনার।

এছাড়া কাল সকাল থেকেই কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের তালিকা দেখে একদিনে কতজনকে দেয়া হবে তা নির্ধারণ করা হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ