Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

দোয়ার মাহফিল

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের মাতার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়নের কাজী অফিসের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। সাংবাদিক কাজী মাওলানা আবুল কালাম আজাদের উপস্থানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তহুর, তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হাবিবুর রহমান সিদ্দীকি, হাফিজ মাসুক আহমদ হারুন, হাফিজ ইমাদ উদ্দিন, সাংবাদিক লিলিউর রহমান লিলু, ফজলু মিয়া, আবুল কাশেম, কারী মুহিবুর রহমান, কারী সুলেমান আলী সেলিম, ব্যবসায়ি কাজী লিলু মিয়া, দবির মিয়া, জুনেদ আহমদ, আতিক আহমদ প্রমুখ।


রোগীদের চেক হস্তান্তর
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৩১ জন রোগির মাঝে ১৫ লাখ ৫০ হাজার টাকার ওই চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন প্রত্যেক রোগিকে চিকিৎসা সেবার জন্য ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দ প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।


সশস্ত্র প্রচারণায় জরিমানা
বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার বুড়িচংয়ের ২নং বাকশীমুল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন। তার পক্ষে গত শুক্রবার দুপুরে বাকশীমুল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে লাইসেন্স করা অস্ত্র নিয়ে প্রচারনায় অংশ নিয়ে মিছিল চালিয়ে যাচ্ছেন সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। এ নিয়ে এলাকায় ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। অন্য প্রার্থী ও সাধারণ মানুষের প্রশ্ন নির্বাচনের আগে কোন প্রার্থীর পক্ষে এভাবে অস্ত্র নিয়ে প্রচারণা বৈধতা আছে কি? এ বিষয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় অস্ত্র প্রদর্শনের বৈধতা নেই। এটি বেআইনি ও অপরাধ। আমরা তাকে অস্ত্রসহ আটক করেছি। পরে নির্বাহী ম্যাজিস্টেট মো. সামিউল ইসলাম তাকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেয়।


১৪ অপরাধী আটক
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ