Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের ৪টি অবৈধ স’মিলের যন্ত্রাংশ জব্দ

শেরপুর থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৩ পিএম | আপডেট : ৭:১৩ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২২

শেরপরের ঝিনাইগাততে পাগলার মুখ অবৈধ ৪টি স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ৫ ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বন বিভাগ জানায়, স’মিল মালিক তোতা, তুহিন, চাঁন মিয়া ও মোজাফফর আলী দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন স’মিল স্থাপন করে বন বিভাগের মূল্যবান গজারীসহ বিভিন্ন গাছ চিড়াই করে আসছিল। বনে করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে স’মিল স্থাপন করায় বন ও করাতকল আইনে ওই স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমানকে সহায়তা করেন, সহকারী বন সংরক্ষক ও ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই হাবিবুর রহমান ও থানা পুলিশ সদস্যগণ। স’মিলের জব্দকৃত যন্ত্রাংশ বন বিভাগের হেফাজতে দেয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, সরকারী আইন যথাযথভাবে পালন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ