Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ওসমানী হাসপাতালে হচ্ছে আরেকটি ফিমেল সার্জারি ওয়ার্ড, নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৪ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ আরোপ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শের । সংক্রমণ কমে গেলে সেই বিধি-নিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাবো। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত বলবৎ থাকবে আরোপিত বিধি-নিষেধ। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
এসময় তিনি আরও বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট অঞ্চলের সব চেয়ে বড় চিকিৎসাসেবা প্রতিষ্টান। এখানে সেবা ভালোভাবে দেওয়া হয় বলেই এত চাপ রোগীর। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে দেখেছি রোগীর প্রচুর চাপ। এই প্রচন্ড শীতে রোগীদের মেঝেতে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। তাই নতুন পরিচালক সাহেবকে বলেছি- হাসপাতালের ওষুধের স্টোর থেকে ওষুধ সরিয়ে সেখানে আরেকটি ফিমেল সার্জারি ওয়ার্ড করা হয়। ২টি ওয়ার্ড হলে রোগীদের অমানবিকভাবে রাখতে হবে না এবং বেশি সংখ্যক রোগীকে সেবা প্রধান করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ