পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্যাংকের ডিএমডি মো. নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মাহমুদুল হকের সভাপতিত্বে বিভাগীয় কার্যালয়ের ডিজিএম মো. রিয়াজুল ইসলাম, কর্পোরেট শাখার ডিজিএম মো. আবুল হোসেন, মৌলভীবাজার এরিয়ার ডিজিএম মাহবুবুর রহমান, সিলেট এরিয়ার ডিজিএম মো. আব্দুল ওয়াদুদ, হবিগঞ্জ এরিয়ার ডিজিএম রুহুল আমিন খান, সুনামগঞ্জ এরিয়ার ডিজিএম পল্লব কুমার দেবসহ অন্যান্য নির্বাহী ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডিএমডি মো. নাজিম উদ্দিন ব্যাংকের শ্রেণীকৃত ঋণের ঊর্ধŸগতি হ্রাস ও নগদ আদায় বৃদ্ধি করতে শাখা প্রধানদের নির্দেশ দেন। বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।