Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতার্তদের সহায়তা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম (ডিইউডিএসএফ)-এর শীতকালীন কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র প্রদান করা হয়। গতকাল উপজেলার ধানতারার বিনোদিনী আদর্শ বিদ্যানিকেতনে এবং জালসা গ্রামে প্রায় ৫শ’ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও ইউনিভার্সিটি প্রতিনিধিদের মাধ্যমে যাদবপুর, বাইশাকান্দা, গাঙ্গুটিয়া, বালিয়া, সানোড়া, সুতিপাড়া, সূয়াপুর, রোয়াইল এরং ধামরাই পৌর এলাকায় বিতরণ করা হয়। অপরদিকে লায়ন্সক্লাব অব ঢাকা ব্লুজ নিউ হেরিটেজ এবং স্বেচ্চাসেবী সংগঠন ‘আপন’র মাধ্যমে চৌহাট ইউনিয়নে ৬টি মাদরাসায় ৪শ’ কম্বল দেয়া হয়। এ সময় ডিইউডিএসএফ’র সভাপতি অসীম কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এ আর খান রানা, অতিথি ছিলেন সাবেক যুগ্মসচিব মো. আওলাদ হোসেন খান। উপস্থিত ছিলেন চিফ রিসেটেলমেন্ট অফিসার, পিবিআরএলপি, রেলওয়ে উপদেষ্টা মাহবুবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ ইউসুফ সুমন, স্বনির্ভর গ্রুপের সিইও উপদেষ্টা কাজী জহিরুল ইসলাম মিলন, সমন্বয়কারী সজাগ উপদেষ্টা আব্দুস সালাম ফরাজিসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ