Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

পিতা-পুত্রের মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়ার (১৯) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মণ্ডলের ছেলে কৃষক ইনতাজের সেচপাম্পের তার ছিড়ে যায়। দুপুরে ইনতাজের ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়।

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচপাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে পিতাপুত্রের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


মাদক মামলায় যাবজ্জীবন
যশোর ব্যুরো
নড়াইলে মাদক মামলায় একজনকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা পূর্বপাড়ার রেজাউল মোল্যা (৪৭) আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ১৩ অক্টোবর নড়াইল সদরের সিংগাশোলপুর দক্ষিণপাড়া থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ রেজাউল মোল্যাকে আটক করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।


প্রজননবিষয়ক সভা
বরগুনা জেলা সংবাদদাতা
বরগুনার সিবিডিপি›র আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তা যৌন ও স্বাস্থ্য বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা গর্জনবুনয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গতকাল আয়োজিত এ অনুষ্ঠান নলটোনার তিনটি স্কুল হতে মোট ৩০ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন গর্জনবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল বাশার, বিশেষ অতিথি ছিলেন মো. মাসুদ মিয়া, প্রধান শিক্ষক জিএন এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মো. মহিউদ্দিন প্রধান শিক্ষক গাজী মাহামুদ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মো. ইব্রাহীম খলিল মো. জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) নলটোনার সভাপতি রিমি রহমান।


আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন
পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বরগুনার পাথরঘাটা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর দেয়া দরিদ্রবান্ধব কর্মসূচি আশ্রয়ন প্রকল্প-২ এর কার্যক্রম এবং তদারকি স্বচক্ষে দেখার জন্য তিনি পাথরঘাটা আসেন। হাসপাতাল সংলগ্ন পাথরঘাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ড এর দুটি প্রকল্প তিনি নিজে দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময়ের তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার প্রমুখ।


ইটভাটায় জরিমানা
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সেলিমুজ্জামান জানান, সদর উপজেলার ডিক্রিরচর, গুদারাঘাট এলাকায় কয়েকটি ইটভাটা পরির্দশন করা হয়। এসময় ইটের সঠিক পরিমাপ না থাকার অপরাধে মের্সাস হাজী শরিয়ত উল্লাহ (রহ.) ব্রিকস ম্যানুফ্যাকচারারকে এক লাখ টাকা এবং মের্সাস আল মদিনা ট্রেডার্সকে এ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।


গৃহবধূর ঝুলন্ত লাশ
বদরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
শামসুন্নাহার বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির দিলালপুর বালাপাড়ার চকের ডাংগা হতে এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয়রা গত বৃহস্পতিবার ভোরে চকের ডাংগার লিচু বাগানে গাছের সাথে ঝুলে থাকা গৃহবধূ শামসুন্নাহারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বদরগঞ্জ থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শামসুন্নাহার বেগম তারাগঞ্জ উপজেলার জমের ঘাট (খয়ার দিঘলটারি) গ্রামের জিয়ারুল হকের স্ত্রী। মৃত শামসুন্নাহারের কন্যা জেসমিন আক্তার (১২) জানান, তার মা গত রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে চলে যায়। সকালে ঘুম হতে ওঠে শুনি মা লিচু গাছের ডালে ফাঁস দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ