Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাসিকে নবনির্বাচিত কাউন্সিলরের ছেলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২ ডিশ ব্যবসায়ীর জিডি, মোটা অংকের চাঁদা দাবি

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিকের সদ্য নির্বাচিত ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন তার পিতার নির্বাচনী ওয়ার্ডের ডিশ ব্যবসা ছিনিয়ে নিতে পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে । এজন্য গত এক সপ্তাহ ধরে ঐ ছাত্রলীগ নেতা তার কাছ থেকে ডিশ সংযোগ নিয়ে নতুন করে ডিশ ব্যবসা করার চাপ প্রয়োগ করছে। পাশাপাশি প্রতিমাসে মোটা অংকের টাকা তাকে চাঁদা দিতে চাপ প্রয়োগ করছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ঐ এলাকার ডিশ ব্যবসায়ীরা। নিরাপত্তাহীন এ সকল ডিশ ব্যবসায়ীদের মধ্যে দুজন জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন। এ ঘটনায় এলাকায় ডিশ ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় রয়েছেন ডিশ ব্যবসায়ীরা।      
 
স্থানীয় ডিশ ব্যবসায়ীরা জানান,  গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন স্থানীয় চুন ব্যবসায়ী আনোয়ার ইসলাম। নির্বাচনের পর গত এক সপ্তাহ যাবত ১ নং ওয়ার্ড এলাকায় ডিশের ব্যবসা পূর্বের বৈধ ডিশ ব্যবসায়ীদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার উদ্যোগ নেন আনোয়ার ইসলামের ছেলে ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন। সেই প্রেক্ষিতে গত এক সপ্তাহ ধরে তিনি ডিশ ব্যবসায়ীদের ডেকে তাদের ডিশ ব্যবসা তার কাছে হস্তান্তর বা তার কাছ থেকে সংযোগ নিয়ে ব্যবসা করার নির্দেশ দিয়ে আসছেন। ডিশ ব্যবসা তার কাছে হস্তান্তর না করলে তাদের উপর হামলার পাশাপাশি তাদের কাছ থেকে জোরপূর্বক ডিশ ব্যবসা ছিনিয়ে নেয়ার হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন ১ নং ওয়ার্ডের ডিশ ব্যবসায়ীরা। তার থেকে ডিশ সংযোগ নিয়ে এক কালীন ৫ লাখ টাকা ও প্রতিমাসে ৭০ হাজার টাকা করে চাঁদা দিয়ে ডিশ ব্যবসা করার জন্য নির্দেশ দিচ্ছেন ডিশ ব্যবসায়ীদের প্রতি। তার প্রস্তাবে ডিশ ব্যবসায়ীরা সম্মত না হওয়ায় গত এক সপ্তাহ ধরে ব্যবসায়ীদের গালমন্দসহ নানাভাবে হুমকি প্রদান করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এতে চরম নীরাপত্তাহীনতায় ভুগছে নাসিক ১ নং ওয়ার্ডের ডিশ ব্যবসায়ীরা।
এ ঘটনায় ডিশ ব্যবসায়ী চাঁন বাদশাহ ও জয়নাল আবেদীন খোকন জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ পৃথক দু’টি জিডি এন্ট্রি (জিডি নং যথাক্রমে- ১৪০ ও ১২৯, তাং- ২২-২-২০২২ ইং) করেন। জিডিতে উল্লেখ করা হয়- তারা গত ২১ বছর ধরে নাসিক ১ নং ওয়ার্ডে মিজমিজি বাতানাপাড়া ও পূর্বপাড়া এলাকায় বিটিভি থেকে বৈধ ক্যাবল অপারেটর লাইসেন্স, নাসিকের ট্রেড লাইসেন্স প্রাপ্ত হয়ে ডিশ ব্যবসা করে আসছিলেন। গত এক সপ্তাহ যাবত নাসিকের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ও ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। এমনকি তাদের ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছেন। অথচ ইলিয়াস ইসলাম লিয়ন কেবল ব্যবসা পরিচালনা করার জন্য কেবল অথবা ফিড লাইসেন্সসহ কোন কাগজ-পত্র তার কাছে নেই বলে উল্লেখ করেন। নাসিক নির্বাচনে তার বাবা জয়লাভ করার পর থেকেই লিয়ন ও তার সহযোগীরা এলাকায় অরাজকতা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরী করার অপতৎপরতা চালাচ্ছে বলে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়। এতে একজন বৈধ ব্যবসায়ী হয়েও তারা চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দায়ের করা জিডিতে উল্লেখ করেছেন।
 
এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, দুইজন ডিশ ব্যবসায়ী তাদের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি এন্ট্রি করেছেন। চর দখল করার মত আমরা কাউকে অবৈধভাবে কোন ব্যবসা দখল করতে দিবো না। এ ব্যাপারে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। কাউকে ছাড় দেয়া হবে না।
 
মাসোয়ারা ও এককালীন চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে এ ব্যাপারে নাসিক কাউন্সিলরের ছেলে ও ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন জানায়, পূর্বের ডিশ ব্যবসায়ীরা মানুষকে ঠকাচ্ছে। এজন্য আমি ডিশ ব্যবসায়ী বাবু থেকে এখানে সাব অফিস এনে ডিশ ব্যবসাকে একটা সিস্টেমে আনতে চাচ্ছি। 
এ ব্যপারে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানায়, আমার ছেলে ডিশ বাবুর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাই ব্যবসায়ীদের তার কাছ থেকে সংযোগ নিতে বলেছে।#
 


 

Show all comments
  • Md Milon Ahmed ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১১ এএম says : 0
    সত্য কে সত্য বলার জন্য আপনাদের ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ