Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে কঠোর আন্দোলন: সিলেট বাসদ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪২ পিএম

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পর নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্ত করছে সরকার। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই চক্রান্ত রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ বলেছেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে গড়ে তোলা হবে কঠোর আন্দোলন। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সিলেট জেলা বাসদের উদ্যোগে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই কথা বলেন। বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে এবং জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক ময়না নায়েক, চালক সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জুর আহমেদ, কোরবান আলী, কাওসার আহমেদ, হারুন মিয়া, দানিশ মিয়া, সরুজ আলী, বাচ্চু মিয়া, ইউসুফ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, চাল-ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠছে। সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করতে চরম ভাবে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে চক্রান্ত করছে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ