বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাইনবোর্ডে বাংলায় না লেখায় চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার নগরের ওয়াসা ও জিইসি মোড়ে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
একই অভিযানে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে কাজীর দেউড়ি বাজারের চার দোকানদারকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সরকারি নির্দেশনা মতে একটি সাইনবোর্ডের ৬০ শতাংশ বাংলা এবং ৪০ শতাংশ অন্য ভাষা থাকতে পারে। এর ব্যত্যয় হলে জরিমানা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা নগরের ইংরেজি লেখা সাইনবোর্ডগুলোকে কালো কালি দিয়ে মুছে দেয়া এবং জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে সবাইকে সতর্কও করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।