বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে ছালিম শেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকায় মাছের ঘেরের জমিতে ধান রোপণের সময় বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। ছালিম শেখ মোল্লাহাট ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাদ্রাসা ছাত্র ছালিম শেখ তাদের বাড়ির পাশের কমারগ্রাম এলাকায় মাছের ঘেরে কাজ করছিলেন। এমতাবস্থায় আকাশে ঘন কালো মেঘ জমে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি, তীব্র বাতাস ও বজ্রপাত শুরু হয়। ওই সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্যান্য কৃষকরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন থানরে ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন বলেন, পরিবারটি যদি গরীব হয়, তাহলে তাদেরকে সরকারের পক্ষ থেকে সাহায্য দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।