Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেট করোনায় কেড়ে নিলো আরও ৩ জনের প্রাণ, শনাক্ত ৩৩৪ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৫ পিএম

করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন সিলেটে আরও ৩ জন। ৩জনই সিলেটের বাসিন্দা। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক এক প্রতিবেদনে বলা হয়- গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৩৪ জন। ওই সময় সিলেট বিভাগে ১ হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এতে সিলেট বিভাগে শনাক্তের হার হচ্ছে ১৯ দশমিক ৪০ শতাংশ, যা আগেরদিন ছিল ২১ দশমিক ৬৮ শতাংশ। এ দিকে করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন সিলেট বিভাগে। এ নিয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ১৭৩ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৪ জন। যা আগেরদিন ছিল ১৭ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ১১৯ জন। আগেরদিন এ সংখ্যা ছিল ১৬০ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ৩৪৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮০২ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করছেন ১ হাজার ২০৬ জন সিলেট বিভাগের চার জেলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ