Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করিমগঞ্জে ট্রাক্টর উল্টে জেএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টর (পাওয়ার টিলার) উল্টে আশিকুর রহমান রানা (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে ট্রাক্টর উল্টে আহত হয় রানা। পরে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রানা উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। সে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছিল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, ট্রাক্টরে চড়ে সকাল ৯টার দিকে দ্বিতীয় দিনের জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল রানা। এসময় রৌহা এলাকায় ট্রাক্টরটি উল্টে গেলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা রানাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ