Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক কৃষক।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলি আদালতে এ কে এম সেলিম (৩৮) নামে ওই কৃষক মামলাটি করেন। কৃষক এ কে এম সেলিম চৌদ্দগ্রাম উপজেলার জুগীরকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ ছালাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মাসুদ ছালাউদ্দিন জানান, ১৯ জানুয়ারি এলাকার কিছু কুচক্রী মহলের ইন্ধনে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক জুগীরকান্দি গ্রামে এলাকাবাসীর ভাড়া করা চারটি এক্সকভেটর ভাংচুরের পর কেরসিন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে সেলিম ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলি আদালতে মামলাটি করেন।

আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক বলেন, মামলার বিষয়ে কাগজপত্র পেলে অফিসিয়ালী বক্তব্য দেব।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রামে কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক চারটি এক্সকভেটর জব্দ করে জ্বালিয়ে দেন। এসময় মাটি বিক্রির অভিযোগে গিয়াসউদ্দিন ও নাদিম নামের দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ