Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি বাজারে অতিরিক্ত খাজনা আদায়

খাগড়াছড়ি থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৬:১৫ পিএম

বাজারে অতিরিক্ত খাজনা (টোল) আদায়ের একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে বাজার পরিদর্শন ও তদারকিতে মাঠে নেমেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি বাজার পরিদর্শনে নামেন তিনি।
এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ঠিকাদার দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরী, আবু দাউদসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান বাজারের বিভিন্ন খোঁজখবর নেন এবং ইজারাদাররা বাজারে কি পরিমাণে খাজনা আদায় করছেন, সে বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে খোঁজ নেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ির ইতিহাসে এটিই প্রথম কোনো জেলা পরিষদ চেয়ারম্যানের সরেজমিনে বাজার পরিদর্শনের ঘটনা।
জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বাজারের শৃঙ্খলাসহ সব বিষয়ে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসায়ীদের সুখ-দু:খ ভাগাভাগি করে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ