Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বরিশাল বিভাগীয় কমিশনারের পাথরঘাটা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন।

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫১ পিএম

বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান এর বরগুনার পাথরঘাটা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া দরিদ্রবান্ধব কর্মসূচি আশ্রয়ন প্রকল্প-২ এর কার্যক্রম এবং তদারকি স্বচক্ষে দেখার জন্য তিনি পাথরঘাটা আসেন। হাসপাতাল সংলগ্ন পাথরঘাটা পৌর শহরের ৩নম্বর ওয়ার্ড ও ৬নম্বর ওয়ার্ড এর দুটি প্রকল্প তিনি স্বচক্ষে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময়ের তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিকেলে তিনি প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পাথরঘাটার বিহঙ্গ দ্বীপ পরিদর্শনে যান। বিহঙ্গ দ্বীপ দেখে তিনি আবির্ভূত হন এবং পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সরকারি উচ্চ পর্যায়ে জানাবেন বলে আশ্বস্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ