বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রবাসী ভাই-বোনদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময় তাদের স্থায়ী ঠিকানায় বিভিন্ন প্রকার আইনগত জটিলতার সম্মুখীন হতে হয়। প্রবাসে অবস্থান করার কারণে তাদের পক্ষে সুদূর প্রবাস থেকে এই সব সমস্যার সমাধান করা সম্ভব হয় না। ফলে তাদের অনেকেই প্রবাস জীবনে পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রাজশাহী জেলা পুলিশের “প্রবাসী সহায়তা সেল” কার্যক্রম চালু করা হয়েছে। বিদেশে অবস্থানরত রাজশাহীর যে কোন ব্যক্তি বা রাজশাহীতে অবস্থানরত প্রবাসী পরিবারের সদস্যগণ/আত্মীয়-স্বজন “প্রবাসী সহায়তা সেল” এর মোবাইল নম্বর ০১৩২০-১২৩৪৯৮ বা টেলিফোন নম্বর-০২৫৮৮৮৫৪৯৭৩ এ সরাসরি যোগাযোগ করে অথবা ০১৩২০-১২৩৪৯৮ নম্বর হোয়াটস অ্যাপে (ডযধঃংধঢ়ঢ়) বার্তা প্রদান করে অপরাধ সংক্রান্ত যে কোন অভিযোগ জানাতে পারেন বা গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ পেতে পারেন। রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোঃ আশরাফুল আলম প্রবাসী সহায়তা সেলের ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে কাজ করছেন। একজন পুলিশ পরিদর্শক, একজন এসআই ও তিনজন কনস্টেবলের সমন্বয়ে প্রবাসী সহায়তা সেল গঠন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।