Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে বসত বাড়িতে ফলের উৎপাদন বৃদ্ধিতে কর্মসূচীর উদ্বোধন

সীতাকুন্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩০ পিএম

সীতাকুন্ডে বসতবাড়িতে ফল বাগানে ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে ফল বাগানের রোগ বালাই দমন বিষয়ক ফ্রি প্রেসক্রিপশন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন কান্তি দত্ত। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, মোঃ নাজিম উদ্দিনসহ অনেকে। অনুষ্ঠানে কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ বলেন,বসত বাড়িতে ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি অফিস থেকে স্প্রে মেশিন, ফুটপাম্প ব্যবহার দ্বারা সহযোগিতা করা এবং ফ্রি প্রেসক্রিপশান প্রদান বিষয় অব্যাহত থাকবে। এরই ধারাবাহীকতায় পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে দায়ীত্বে থাকা উপসহকারি কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বসতবাড়িতে ফল গাছে স্প্রে মেশিন দ্বারা ফুটপাম্প ব্যবহারসহ সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরো বলেন উপজেলায় বসতবাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফল উৎপাদন বৃদ্ধির আওতায় আনার জন্যই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।তাই এ কর্যক্রম চলমান থাকবে এবং তিনি সকলের সহযোগিতা কামনা করছেন। এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন,সামনে আমের মৌসুম। তাই আমের মুকুলে রোগবালাই রোদে তাই ফল গাছে আগাম স্প্রে করা হচ্ছে। যাতে করে আমের মুকুল নষ্ট হয়ে না যায়। এটি একটি সুন্দর উদ্যোগ। এ কার্যক্রম চালমান থাকলে অবশ্যই ফলের উৎপাদন বৃদ্ধি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ