Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে বহিরাগত প্রবেশে জিরো টলারেন্স নীতি ঘোষণা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪৮ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতের প্রবেশে "জিরো টলারেন্স" নীতি ঘোষণা করেছে প্রশাসন। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সাথে আলাপকালে বহিরাগত নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.গোলাম সাব্বির সাত্তার এ নীতি জারি করবেন বলে ঘোষণা দেন।

গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসের ভিতরে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হন।

এ ঘটনার পর বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন সহপাঠীরা। ঘটনার রাতে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন হিমেলের দাফন শেষে সাবাশ বাংলাদেশ চত্বরে তাদের নিয়ে উন্মুক্ত আলোচনায় বসবেন এবং তাদের দাবিগুলো শুনবেন। কথা অনুযায়ী বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা তাদের দাবি পেশ করতে সাবাশ বাংলাদেশ চত্বরে মিলিত হন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসে ভিতরে বহিরাগতদের সম্পুর্ণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা। এসময় বহিরাগতের প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করে "জিরো টলারেন্স" নীতি জারি করেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাস আমার ও আমাদের শিক্ষার্থীদের, আমাদের ক্যাম্পাসে শুধু আমরাই থাকবো সেখানে বহিরাগতদের প্রবেশ কোনো ভাবেই সহ্য করা হবে না। সে ক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন। বহিরাগতদের দেখলেই সাথে সাথে প্রক্টরকে জানাতে বলেন। তোমাদের সাথে যারা বহিরাগত মানে তোমাদের বন্ধুবান্ধব আসবে তাদেরকে তোমাদের দায়িত্বে নিয়ে আসবা।

এসময় শিক্ষার্থীদের অন্য দাবিগুলো ছিলো
১. নিহতের পরিবারকে ৫ কোটি টাকা
২.আহত শিক্ষার্থীর ব্যয়ভার বহন করা
৩. হিমেলের নামে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নাম করণ করা
৪. রাস্তা মেরামত করে কনস্ট্রাকশনের কাজ শুরু করা
৫. কাজলা ও বিনোদপুর গেইটে ফুটওভার ব্রিজ নির্মাণ করা
৬. রাকসু নির্বাচন নিশ্চিত করা
৭. বোটানিক্যাল গার্ডেনের অভ্যন্তরে রাস্তা মেরামত করে কাজ চালু করা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ