বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দেবিদ্বারে ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে প্রচারণাকালে ২নং ইউসুফপুর ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের অধ্যাপক মাজহারুল হক মামুন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে নৌকা প্রতীক সমর্থক সুরুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সে ইউছুফপুর গ্রামের মৃত দিল্লু আলীর পুত্র।
এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কবির হেসেনসহ উভয় পক্ষের অন্তত: ৫ জন আহত ও নৌকা প্রার্থীর প্রাইভেটকার ভাংচুর করারও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ইউছুফপুর দানিস মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নৌকা সমর্থক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন সরকার, ঘোড়া প্রতীক সমর্থক হাবিব মামুন ও মোরশেদ মিয়া।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, ইউছুফপুর ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। নিহত সুরুজ মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আমরা ঘটনা অনুসন্ধান করছি, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সোমবার ৭ম ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।